Battery mAH and C-rating

Common Type of Batteries

লেড এসিড ব্যাটারি আর লিথিয়াম আয়ন ও লিথিয়াম পলিমার ব্যাটারি হল বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যাটারি। বেশিরভাগ রোবোটিক বা ইলেকট্রনিক এপ্লিকেশনেও এই ব্যাটারিগুলোই ব্যবহার করা হয়। সার্বিক দিক তুলনায় লিথিয়াম পলিমার ব্যাটারি হল সবচেয়ে উন্নত ধরনের ব্যাটারি। তবে এগুলোর দামও অনেক বেশি। লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো খুব ভালভাবে রক্ষণাবেক্ষণ করলেও ২ থেকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত ভালভাবে ব্যবহার করা যায়। তাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্ষমতার ব্যাটারি কেনা মানেই অর্থের অপচয় ।তাই ব্যাটারির mAH C rating সম্পর্কে স্পষ্ট ধারনা থাকা খুবই জরুরি।

mAH/WH

mAH হল milliampere hour। অর্থাৎ কোন ব্যাটারিতে যদি রেটিং থাকে 1200mAH তার মানে বুঝতে হবে ব্যাটারিটি 1200 milliampere বা 1.2 ampere বিদ্যুৎ 1 ঘন্টা ধরে সরবারহ করতে পারবে। এখন কেউ যদি 600 milliampere হারে ডিসচার্জ করে তাহলে সে ২ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবারহ পাবে। অর্থাৎ ডিসচার্জের হার (milliampere) আর সময়ের(hour) গুণফল সবসময় mAH রেটিং এর সমান হবে। এটি হল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবী। তবে অনেক ক্ষেত্রে আমাদের দেশের বাজারে ব্যাটারির ভুল রেটিং দিয়ে বিক্রি করা হয়। তাছাড়া সময়ের সাথে সাথে একটি ব্যাটারির শক্তি সঞ্চয়ের ক্ষমতাও কমতে থাকে।

C rating

ধরা যাক, কোন ব্যাটারিতে mAH rating 1200mAH। তারমানে এই না যে কেউ চাইলেই 1200×60 mA বা 72 ampere হারে ব্যাটারিটি থেকে কারেন্ট সরবারহ নিয়ে ১ মিনিটেই ব্যাটারিটি পুরোপুরি ডিসচার্জ করে ফেলতে পারবে। একটি ব্যাটারি সাধারনত একেবারে এত বেশি বিদ্যুৎ সরবারহ করতে পারে না। একটি ব্যাটারি একক সময়ে কতটুকু বিদ্যুৎ সরবারহ করতে পারবে তারই নির্দেশ করে এই C rating

ধরা যাক, একটি লিথিয়াম পলিমার ব্যাটারিতে লিখা আছে 2200 mAH ,25C । তারমানে ব্যাটারিটি সর্বোচ্চ 2200×25 milliampere বা 55000 milliampere বা ৫৫ অ্যাম্পিয়ার কারেন্ট সরবারহ করতে পারবে। অর্থাৎ mAH rating আর  C rating এর মানকে গুণকরলে গুণফলই হবে ব্যাটারির সর্বোচ্চ বিদ্যুৎ সরবারহের ক্ষমতা।

৫৫ অ্যাম্পিয়ার পরিমান বিদ্যুৎ খুবই ভয়াবহ। তাই লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহারের সময় আমাদের সবসময় সাবধান থাকতে হবে। কোন কারনে যদি শর্ট সার্কিট হয় তাহলে এই ব্যাটারি গুলো, আমরা সাধারণত যেসব তার (wire) ব্যবহার করি সেগুলোকেও ২-৩ সেকেন্ডে পুড়িয়ে ফেলবে। কখনো কখনো সেটা হবে সেকেন্ডের ভগ্নাংশ। সাধারণত ব্রাশলেস ডিসি মটর চালানোর জন্য এই ব্যাটারিওগুলো ব্যবহার করা হয়। ড্রোনসহ কিছু রোবোটিক অ্যাপ্লিকেশনে এই মটরগুলো ব্যবহার করা হয়।

সাধারন লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো এত বেশি বিদ্যুৎ সরবারহ করতে পারে না। তাই শুরুতে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কাজ করাই ভাল। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। 

এবার আসা যাক বাজারে পাওয়া যায় এমন লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর সাইজ বা আকার নিয়ে। সবচেয়ে জনপ্রিয় হল 18650 সাইজের লিথিয়াম আয়ন ব্যাটারি। এগুলোর দৈর্ঘ্য 65mm বা 6.5cm আর ব্যাস 18mm। এই ব্যাটারিগুলো লোকাল মার্কেটে বা হাটে বাজারেও এখন পাওয়া যায়। মান অনুযায়ী দামের কমবেশি হয়ে থাকে। এর সাথে 14500 সাইজের ব্যাটারিও দেখা যায়। যেমনটা ধরনা করা যায়, এর দৈর্ঘ্য 50 মিলিমিটার আর ব্যাস 14 মিলিমিটার। মজার ব্যাপার হল এটি ঠিক AA সাইজের সমান। মানে এই ব্যাটারি গুলো সহজেই AA সাইজেই ব্যাটারি কেসে রেখে ব্যবহার করা যাবে। 



 

 

Post a Comment

0 Comments