About Us

ইলেকট্রোকথনে স্বাগতম। সখের ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব আমরা। হবে মতবিনিময় আর পারস্পারিক সহযোগীতারময় সম্পর্ক। প্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় মানসম্পন্ন  লিখালিখি বা আলোচনা বেশ জোরের সাথে শুরু হলেও শিক্ষামূলক কন্টেন্ট সেই তুলনায় কম। আমাদের লক্ষ্য সখের ইলেক্ট্রনিক্স, রোবোটিক্স আর হার্ডওয়্যার প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করে তাদের এক ছাদের নিচে নিয়ে আসা, একটি আলোচনার পরিবেশ তৈরি করা, অভিজ্ঞতাগুলো যেন হারিয়ে না যায় তার একটা চেষ্টা।

আমরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং ভিন্নমতকে স্বাগত জানাই। আপনার কোন অভিযোগ বা অনুযোগ থাকলে দয়া করে যোগাযোগ করুন। যুক্তি সংগত যেকোন অভিযোগ বা পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
সাথে থাকুন ভাল থাকুন। পরীক্ষার জন্য ছাড়াও শেখার জন্য পড়ুন। নতুন কিছু শেখা সবসময়ই আনন্দের।